অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (IRD)
বাংলাদেশ প্রাইজবন্ডের 'ড্র' -এর ফলাফল অনুসন্ধান
সাধারণ তথ্যাবলীঃ
(ক) বাংলাদেশ ব্যাংক, তফসিলী ব্যাংক, ডাকঘর এবং জাতীয় সঞ্চয় ব্যুরোসমুহে প্রাইজবন্ড ক্রয় ও নগদায়ন করা যায়;
(খ) প্রতি তিন মাস অন্তর (৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর) ‘ড্র’ অনুষ্ঠিত হয়;
(গ) বন্ডে নির্দেশিত বিক্রয় তারিখ হতে ন্যূনতম ২ (দুই) মাস অতিক্রমের পর উক্ত বন্ড ‘ড্র’ এর আওতায় আসবে;
(ঘ) পুরস্কারপ্রাপ্ত বন্ড ফেরৎ দেয়া হয় না, তবে বন্ডে অভিহিত মূল্য পুরস্কারের অর্থের সাথে প্রদান করা হয়;
(ঙ) ‘ড্র’ অনুষ্ঠানের তারিখ হতে দুই বছরের মধ্যে পুরস্কারের টাকা দাবী করতে হয়;
(চ) পুরস্কারপ্রাপ্ত অর্থ হতে ২০% উৎসে কর কর্তন করে পুরস্কারের টাকা প্রদান করা হয়।
(ছ) এই ওয়েব সফটওয়্যারের সাথে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত ফলাফলের কোনো গরমিল/অসামঞ্জস্যতা পরিলক্ষিত হলে বাংলাদেশ ব্যাংকের ফলাফল চূড়ান্ত বলে গণ্য হবে ।
(পুরস্কারের দাবি ফরম ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন)